রাতুল মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ফারুকিয়া জামে মসজিদের বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১এর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। অচেতন ব্যক্তির সাথে থাকা র্যাবের পরিচয়পত্র অনুযায়ী তার নাম আব্দুল করিম। তার পদবী কনস্টেবল, আইডি নং ৩৫০২৮৮। যদিও এই পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়েছে ১১এপ্রিল ২০১৮ সালে। তাকে উদ্ধারের পর তিনি কোন বাহিনীর সদস্য, বর্তমানে চাকুরীরত না অবসরে রয়েছেন বিষয়টি জানার জন্য স্বজনদের খবর দিয়েছে র্যাব।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মসজিদে মুসুল্লিরা মসজিদে প্রবেশ করতে গেলে এই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় ডাকাডাকি করে কোন সারা না পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাকে উদ্ধার করেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফফার বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনার অনুসন্ধান করছে র্যাব। তিনি আরো বলেন, র্যাবে সকল বাহিনীর সদস্যরা থাকেন। তিনি কোন বাহিনীর সদস্য বর্তমানে চাকুরীরত রয়েছেন কিনা, বিষয়টি জানতে তার স্বজনদের খবর দেয়া হয়েছে।