গাজীপুরে আগুন, গাড়ি ভাংচূর মহাসড়কে শিবিরের মিছিল

গ্রাম বাংলা

gazipur sibir
গাজীপুর:  অবরোধের সঙ্গে ডাকা ২০দলেৱ টানা ১২০ ঘন্টা হরতালেৱ ১ম দিনের শুরুতে  গাড়িতে আগুন, ভাংচূর ও মহাসড়কে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।

প্রত্যক্ষদশীরা জানান, রোববার(০১ ফেবুয়ারী) সকাল ৭টায়  গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসলামী ছাত্র শিবির মিছিল বের করে। এসময় তারা বেশ কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। ।

একটি দায়িত্বশীল সূত্র জানায়, গাজীপুর মহানগর শিবিরের প্রচার সম্পাদক হাসান মেহরাব এর নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় ছাত্র শিবির  গাজীপুর মহানগর শাখা মিছিল করে।। মিছিলে  উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিবিরের মানবাধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক তারেকুজ্জামান, ভাওয়াল কলেজ শাখা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম সহ অন্যান্য  নেতৃবৃন্দ।

স্থানীয়  সূত্রে জানা গেছে,সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের ৪/৫টি সিট পুঁড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক)ডিএডি) আক্তারুজ্জআমান লিটন জানান, শনিবার রাত দেড়টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় একটি পাটবোঝই ট্রাকে আগুন লাগে। পুলিশের সংবাদে ফায়ার সাভিস ঘটনাস্থলে রওনা হলেও রাস্তা থেকে পুলিশ আগুন নিভে গেছে বলে জানালে ফাযার সার্ভিস ফিরে আসে।

এদিকে হরতালের শুরুতে সারা জেলায় জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। রাস্তায় যানবাহন আগের তুলনায় কম। দুরপ্লা্লার গাড়ি চলছে না। রাস্তাঘাটে পথচারীদের যাতায়াতও কম।তবে রেল চলাচল স্বাভবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *