বিএনপি’র মেয়র প্রার্থীকে মারধর ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

গ্রাম বাংলা


নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে প্রার্থীসহ নেতাকর্মীদেরকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এড. কাজী খান। (১১ জানুয়ারী সোমবার) বিকালে পৌর শহরের বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ মাঠ দাবী করেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ১০ জানুয়ারী সকাল থেকে নৌকা সমর্থিত লোকজন দফায় দফায় বিএনপি’র নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। সরকারী দলের প্রতি প্রশাসনের দৃষ্টি যে ভাবে থাকে আমাদের প্রতিও সেরকম দৃষ্টি দিতে হবে। নৌকার সমর্থকদের ভয়ভীতি ও হুমকি ধমকির কারণে আমার নেতাকর্মীরা ধানের শীষ প্রতিকে নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে পারছেন না। কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটাচ্ছে। নৌকা সমর্থিত লোকজন আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও মটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে উল্টো আমার নেতার্কীদের নামে মিথ্যা মামলা দিয়ে মাঠ ছাড়া করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহযোগীতা কামনা করছি। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব ছায়েদুল আলম বাবুল, জেলা বিএনপি’র সহ সভাপতি হুমায়ুন কবির সরকার, আব্দুল মোতালেব, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এড. নাহীন আহমেদ মমতাজী, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *