সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

Slider ফুলজান বিবির বাংলা

ঢাকা: দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে মিজানুর রহমান খানকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ (সোমবার) সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে। মৃত্যুর তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

গত ডিসেম্বর মাসে সিনিয়র এই সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন বিশিষ্ট এই সাংবাদিক।

১৯৬৬ সালের ৩১শে অক্টোবর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বিএম কলেজ, বরিশাল থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাশ করেন। তিন দশক ধরে সাংবাদিকতা করেছেন। সংবিধান ও আইন নিয়ে লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য বই সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক, ১৯৭১: আমেরিকার গোপন দলিল। সবশেষ প্রথম আলোর যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে ছিলেন মিজানুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *