ময়মনসিংহ ও না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

জাতীয় ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ : ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রাঘবপুরে এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড় এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা-নারায়ষণগঞ্জের লিংক রোডের শান্তিধারা এলাকায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ও ফতুল্লা মডেল থানার এসআই স্বপন জানান, মহাসড়কে একটি ব্যাটারিচালিত রিকশা সাইনবোর্ড এলাকা থেকে শান্তিধারায় যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশারোহী অলিউল্লাহ, শিশু সুমাইয়া ও রিকশাচালক গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে শিশু সুমাইয়া ও রিকশাচালককে নারায়ণগঞ্জ তিন শ শয্যা হাসপাতালে ও অলিউল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনই মারা যায়।

রিকশাচালকের পরিচয় জানা যায়নি। নিহত অলিউল্লাহ ফতুল্লা থানার গিরিধারা এলাকার খোকনের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার জয়পুর গ্রামে। তার মেয়ে নিহত সুমাইয়া গিরিধারা এলাকার প্রগ্রেসিভ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ট্রাক ড্রাইভার ফারুক হোসেনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা থানার হারাঙ গ্রামে। ট্রাকটি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ফিরছিল।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *