থার্টি ফার্স্ট নাইটে র‌্যাবের তিনস্থরের নিরাপত্তা ব্যবস্থা

Slider জাতীয়

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব। তারা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। আজ র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, এই থার্টি ফার্স্ট নাইট যেকোনও বছরের চেয়ে ব্যতিক্রম। করোনা কালে নতুন বছরকে গ্রহণ করতে যাচ্ছি। এবার থার্টি ফাস্ট নাইট কেন্দ্রিক কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে র‌্যাব।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা মাঠে থাকবেন।
দ্বিতীয় পর্যায়ে র‌্যাবের যে ১৫টি ব্যাটেলিয়ন রয়েছে, তারা নিজস্ব এলাকায় টহলের দায়িত্বে থাকবেন। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে র‌্যাবের সাইবার ইউনিট বিশেষ নজরদারি চালাবে। যে কোনও ধরনের জঙ্গী হামলা বা নাশকতার পরিকল্পনা রুখতে তারা কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *