গাজীপুরে কটন কারখানা আগুন নিয়ন্ত্রনে

অর্থ ও বাণিজ্য

10891436_1586305484843652_8652803299700965042_n
গাজীপুর: তিন ঘন্টার চেষ্টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বানিয়ার চালা
এলাকার কটন কারখানার আগুন এখন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, কারখানার শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৫টি
ইউনিট তিন  ঘন্টার চেষ্টায় দুপুর পৌনে ৫টার  দিকে আগুন নিয়ন্ত্রনে এনেছে
বলে জানিয়েছেন, জয়দেবপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক
আক্তারুজ্জামান।

সূত্র জানায়, আগুনে কারখানার গুদামে রাখা সুতা ও কাপড় পুড়ে গেছে। এঘটনায়
হতাহতের খবর পাওয়া যায়নি। ওই কারখানার দোতলা ভবনের  নিচতলার সুতার
গোডাইনে প্রথমে আগুন লাগে। পরে তা কারখানায় ছড়িয়ে যায় । খবর পেয়ে
গাজীপুরের জয়দেবপুর, ভালুকা ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ তাশারফ হোসেন জানান, বানিয়ার চালা
এলাকার ফরমোসা পলিকন কটন বিডি লিমিটেড (চায়না টেক্সটাইল মিল) নামের ওই
কারখানায় দুপুর পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকান্ডের
কারন এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *