চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে উদ্ধারকৃত ৬০ সোনা বার রাষ্ট্রীয় কোষাগারে জমা

Slider অর্থ ও বাণিজ্য সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

full_1916809927_1439148661-1

 

 

 

 

ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে উদ্ধারকৃত  ৬০টি সোনার বার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। রোববার দুপুরে ৬০টি সোনার বার জমা দেয়ার কথা জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ ।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার  রাত পৌনে ৮টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানতে আসার পর তার ট্রলি ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায় । এ সময় বলে জানান রাউজান উপজেলার গহিরার বাসিন্দা মাহাম্মদ সাইফুদ্দিন (৩৩) নামে একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটের এক যাত্রীর কাছে সোনার বার রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর যাত্রী সাইফুদ্দিনের ট্রলি ব্যাগে ৬০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার বারের ওজন প্রায় সাত কেজি জানিয়ে সেগুলো সাইফুদ্দিন কোথা থেকে কিভাবে নিয়ে এসেছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *