সূচকের উত্থানে শুরু লেনদেন

অর্থ ও বাণিজ্য

price_upঢাকা:সূচকের উত্থানে শুরু হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে শ্লথ গতিতে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।
সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৪৬ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২ কোটি ৫০ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৭৫ পয়েন্টে। সিএসইতে মোট ১০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬ কোটি ৮০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *