সাইবার বুলিং ঠেকাতে সচেতনতাই মূল অস্ত্র

গ্রাম বাংলা তথ্যপ্রযুক্তি


ঢাকা: সাইবার বুলি কিঃ সাইবার বুলিং হচ্ছে তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার, যা কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ,অাঘাতমূলক অাচরণকে উৎসাহিত করে । একে অনেকে সাইবার স্টকিংও বলে থাকেন । যদিও অাগে এই বিষয়টি শুধু শিশু -কিশোরদের ক্ষেত্রেই ব্যবহার করা হতো,কিন্তু নারীরাও এখন সাইবার ক্রিমিনালদের অন্যতম প্রধান লক্ষ্য । সেই সঙ্গে অনেক তারকা ও সাধারণ মানুষও এর শিকার হচ্ছে।

যেভাবে সাইবার বুলিং করা হয়ঃ সাইবার বুলিংয়ের ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটলেও ফোনে কিংবা ইমেইলেও অনেক সময় এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটে থাকে ।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও হুমকিমূলক বার্তা পাঠান হয় । এছাড়া, ইন্টারনেট চ্যাটরুমে থাকা অন্যান্য ইউজারকে নিয়ে ঠাট্টা -মশকরা কিংবা মানহানিকর ছবি অাপলোড করা তো স্বাভাবিক কাজে পরিণত হয়েছে ।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হল, কারও ব্যক্তিগত তথ্য কিংবা তার চরিত্র নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য অনলাইনে শেয়ার করা । অার নেতিবাচক এই উপস্থাপনের কারণে অাক্রান্ত ব্যক্তিকে সামাজিকভাবে হেয় হতে হয় ।

লেখক

সাইফুল ইসলাম
স্কুল শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *