শ্রীপুরে তুলার গুদামের আগুন ১৮ঘন্টাপর নিয়ন্ত্রণে

Slider গ্রাম বাংলা

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় শুক্রবার দুপুরে ভিয়েলাটেক্স লিমিটেড (ইউনিট-২) নামের কারখানার তুলার গুদামের আগুন ১৮ঘন্টাপর শনিবার ভোর ৬টা দশ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গাজীপুর ফায়ার সার্ভিস (টঙ্গী জোন)-এর উপ-সহকারী পরিচালক মানিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তবে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি।

এঘটনায় তিন জন আহত হয়েছে, আহতরা হলেন কারখানার শ্রমিক মো. ফারুক (৫৫), মো. রমজান আলী (৩৫) এবং মুজিবুর রহমান (৪২) আহত হয়েছেন। তবে তারা কেউ দ্বº¦ হননি।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, দুপুর একটার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে আাগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন নেভানোর এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে গুদামের দক্ষিণ পাশের দেয়াল ধ্বসে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *