‘সংলাপ না করতে চাইলে পদত্যাগ করুন’

টপ নিউজ

untitled-122_58186

দেশের চলমান সঙ্কট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আপনি সংলাপের আয়োজন করুন, আর না করতে চাইলে পদত্যাগ করুন।’

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জেএসডি’র কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে সমাজতান্ত্রিক শ্রমিক জোট আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) সংলাপের আয়োজন করুন। আর তা নাহলে পদত্যাগ করুন। নির্বাচন দিন। আপনার সঙ্গে জনগণ সংসার করতে চাইলে করবে। আর না চাইলে তালাক দেবে আপনি চলে যাবেন।’

তিনি বলেন, ‘সরকারে থাকলে গালি শুনতে হবে। ইট-পাটকেল খেতে হবে। আপনাকে মনে রাখতে হবে, জনগণ মাঠে নামলে আপনার কোনো শক্তি নেই। টিকে থাকতে পারবেন না। আপনি (প্রধানমন্ত্রী) সংলাপে বসেন। আপনার বাবা বঙ্গবন্ধুও সংলাপে বসেছিলেন।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে রব বলেন, আপনি অবরোধ দিয়ে দেশের জনগণকে কষ্ট দেবেন না। এভাবে চলতে থাকলে দেশ আফগানিস্তান, ইরাক, ইয়ামেন হয়ে যাবে। আপনি (খালেদা) অবরোধ দিয়ে মানুষকে কষ্ট দেবেন, এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। দেশের অবস্থা ভয়াবহ। জনমনে আতঙ্ক। আমরা এ অবস্থা চলতে দিতে পারি না।

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি এম এ বোরহান, সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *