বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট

Slider টপ নিউজ
President_bg_665848148
হুথি বিদ্রোহীদের চলমান বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনুসর হাদী ও প্রধানমন্ত্রী খালেদ বাহা।

তবে ইয়েমেন পার্লামেন্ট তাদের পদত্যাগ পত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরকে স্বাগত জানিয়েছেন বিদ্রোহীদের একজন সিনিয়র নেতা।

এর আগে দুইদিনের যুদ্ধ শেষে মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের দখল নেয় হুথি যোদ্ধারা। এ সময় তারা প্রেডিডেন্টকে ভবনে অবরুদ্ধ করে প্রাসাদের নিয়ন্ত্রণ নেয়।

পরে ক্ষমতা ভাগাভাগির শর্তে ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সাময়িক চুক্তি হয়েছে।

বুধবার বিদ্রোহী যোদ্ধাদের কাছে কার্যত অবরুদ্ধ থাকা প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনুসর হাদী ও হুথি বিদ্রোহীদের মধ্যে এ চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী সানার প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রী ভবন ও প্রেসিডেন্টের ব্যক্তিগত কম্পাউন্ড থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে নিতে সম্মত হয় শিয়াপন্থি মিলিশিয়া বিদ্রোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *