পাঠ্যবইয়ে ভুল: এনসিটিবি’র আরও ৪ কর্মকর্তা বদলি

Slider জাতীয় শিক্ষা

60301_NCTB

 

ঢাকা: পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন আরও ৪ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েছে সরকার। এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক মো. আব্দুল মান্নাকে ঝিনাইদহের সরকারি কে সি কলেজে এবং এনসটিবির সম্পাদক সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বদলি করা হয়েছে।
আর এনসিটিবির বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মো. মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ও মো. হাননান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চারজনকেই আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, তারা কাল থেকেই ‘স্ট্যান্ড রিলিজ’ হবেন।

পাঠ্যবইয়ে ভুলের জন্য এই চারজনসহ মোট সাতজনকে দায়ী করে সরকারের তদন্ত কমিটি। তাদের মধ্যে এনসিটিবির গবেষণা কর্মকর্তা (প্রভাষক) রেবেকা সুলতানাকে গতকাল মঙ্গলবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়। এ ছাড়া সংস্থার প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে ভুলের ঘটনা জানাজানির পরপরই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় এখন পর্যন্ত এনসিটির নয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। তবে ভুল-ত্রুটি সংশোধন করে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংশোধনী পাঠানো হয়নি।

এবার বছরের প্রথম দিন ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নতুন পাঠ্যবইয়ের ভুল নিয়ে ফেইসবুকে তীব্র সমালোচনা শুরু হলে পাঠ্যবই পর্যালোচনায় একটি কমিটি গঠন করে এনসিটিবি। পরে শিক্ষা মন্ত্রণালয়ও দায়ীদের চিহ্নিতে একটি কমিটি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *