বিশ্বকাপ ২০১৫ বাংলাদেশকে ‘টাইগার’ হতে বললেন প্রধানমন্ত্রী

Slider খেলা

image_178461.bd joursy

ঢাকা:বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করলেন প্রধানরমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে বললেন। দিলেন অনুপ্রেরণা। গতরাতে বাংলাদেশ ক্রিকেট দলকে গনভবনে নৈশ ভোজের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। সেখানে দলকে নানা পরামর্শও দেন তিনি।
গণভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার নেতৃত্বে ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সেই সাথে দোয়া চান প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীও বাংলাদেশ দলকে সমর্থন ও দোয়া দিতে বাংলাদেশের মানুষকে আহবান জানান। আর দলকে দেশপ্রেম নিয়ে খেলার পরামর্শ দেন।
জাতির কাছে ক্রিকেট দলের জন্য দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলায় জয় পরাজয় থাকে। তবে খেলতে হবে জয়ের জন্য। দেখিয়ে দিতে হবে বাংলাদেশ আসলে সত্যিকারের টাইগার। বিশ্বকাপে খেলার আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য জাতীয় দল ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়া রওনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *