লালবাগে বাসায় বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু

Slider জাতীয়

 

72_113474_0_113671

ঢাকা:রাজধানীর লালবাগে বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত মাহবুবুর রহমান ওরফে বাপ্পী (২৫) মারা গেছেন।লালবাগে বাসায় বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বাপ্পী নিউমার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বুধবার বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে বাপ্পীসহ ৩ জন আহত হন। বাপ্পী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎ​সাধীন ছিলেন।

পুলিশ তখন জানিয়, বিস্ফোরণে বাপ্পীর ডান হাতের কনুইয়ের নিচের অংশ উড়ে গেছে। বুধবার দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের দোতলা ওই বাসার হওয়া বিস্ফোরণেল এ ঘটনায় আরও আহত হয়েছেন বাপ্পীর ভাগনি হ্যাপি (১২) ও ভাগনে রিপন (৬)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন তিনি।

ওই বাসার মালিক বাপ্পীর বোন ঝুমুর জানান, বিস্ফোরণের সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমদ জানিয়েছিলেন, ওই বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *