করোনা- মৃত্যুহারে ভারত এখন বিশ্বে ষষ্ঠ, ৩০ হাজারের বেশি মৃত

Slider জাতীয়

কলকাতা: করোনায় মৃত্যুর সংখ্যায় ভারত বৃহস্পতিবার ফ্রান্সকে টপকে গেল৷ ভারতে গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে একহাজার একশো ঊনত্রিশ জনের৷ মোট মৃতের সংখ্যা ত্রিশ হাজার একশো বাহাত্তর ৷ মৃত্যুর ক্ষেত্রে ভারতে সংখ্যাটি পনেরো হাজার থেকে কুড়িহাজারে পৌঁছাতে সময় লাগে এগারো দিন, কুড়ি থেকে পঁচিশ হাজারে সংখ্যাটি পৌঁছে যায় দশদিনে ৷ কিন্তু গত সাত দিনে মৃত্যু হয়েছে আরও পাঁচহাজার জনের৷ অর্থাৎ, মৃত্যুর মিছিল বাড়ার প্রবণতার নিদর্শন হিসেবে এই পরিসংখ্যানই যথেষ্ট৷ ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা বারো লক্ষ আটত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ জন৷ বৃহস্পতিবারই দেশে সংক্রমিত হয়েছেন আটচল্লিশ হাজার দুশো পঁচাশি জন ৷ এক নাগাড়ে লকডাউন, টেস্টিংয়েও এই সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা ৷ ঝাড়খন্ড সরকার বৃহস্পতিবার নিয়ম জারি করেছে, মাস্ক না পরে বের হলে অথবা রাস্তায় যত্রতত্র থুতু ফেললে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে দু বছর জেল ৷ কিন্তু, প্রশ্ন একটাই আইনের জালে করোনাকে কি আটকানো যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *