হাবিবে মিল্লাত কী স্বাস্থ্য প্রতিমন্ত্রী হচ্ছেন?

Slider জাতীয়


করোনা মোকাবিলায় একের পর এক ব্যর্থতায় এখন আলোচনায় স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জাহিদ মালিকের সমালোচনায় মুখর অনেকে। এই যখন অবস্থা তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যোগ হতে পারে বলে নানা সূত্রে জানা গেছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা ডা. মো. হাবিবে মিল্লাত স্বাস্থ্য প্রতিমন্ত্রী হতে পারেন বলে গুঞ্জন চলছে। তবে হাবিবে মিল্লাত ছাড়াও আরো দুই একটি নাম আলোচনায় রয়েছে।

চিকিৎসক হাবিবে মিল্লাত এরইমধ্যে সিরাজগঞ্জের রাজনীতিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছেন। টিভি টকশোতেও তিনি পরিচিতমুখ। ডা. হাবিবে মিল্লাত ১৯৬৬ সালের ১৫ই জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সেখানেই উচ্চ মাধ্যমিক শেষে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে।
এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও বেলজিয়ামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন। দেশে ফিরে স্কয়ার ও বারডেম হাসপাতালে চিকিৎসাসেবা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *