করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিলেট বিএনপির প্রবীণ নেতা এমএ হক

Slider জাতীয়

সিলেট: করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সিলেট বিএনপির প্রবীন নেতা এমএ হক। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় নগরীর নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বিএনপি নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন- করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে ছিলেন এমএ হক। তার শারীরিক অবস্থা ভালো ছিলো না। শুক্রবার সকাল ১০ টার দিকে তিনি মারা গেছেন।

মঙ্গলবার রাতে নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএ হক।
শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার মারা যান তিনি। এদিকে- তার মৃত্যুতে সিলেটে শোকে ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে অনেকেই হাসপাতালে ভিড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *