রিজার্ভ চুরির অন্তর্বর্তী প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে

Slider অর্থ ও বাণিজ্য
reserve_heist_report_207235
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীর হাতে প্রতিবেদনটি তুলে দেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ছাড়াও কমিটির অন্য দুই সদস্য বুয়েটের শিক্ষক মোহাম্মদ কায়েকাবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশের রক্ষিত ১০ কোটি ১০ লাখ ডলার ভুয়া বার্তার মাধ্যমে গত ফেব্রুয়ারিতে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল। শ্রীলঙ্কায় যাওয়া ২ লাখ ডলার আটকানো হয়। তবে ফিলিপাইনে যাওয়া কিছু অর্থ উদ্ধার হলেও বাকিটা এখনও নিশ্চিত নয়।

গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিতে বলা হয়েছিল। ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *