টাঙ্গাইলের মহাসড়ককে চাঁদাবাজি বন্ধের ঘোষণা

Slider ফুলজান বিবির বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন হাইওয়ে পুলিশ। বিগত দিনে পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা নিয়ে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রশাসন।

টাঙ্গাইলেও পরিবহনের সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে এমন চাঁদাবাজির অভিযোগ উঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

আজ বৃহস্পতিবার (১১ ই জুন) সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি, মাইক্রোবাস ও মহাসড়কে চলাচলরত বাস-ট্রাকের চালকদের সাথে কথা বলে এই ঘোষণা দিয়েছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন।

আর এ সময় তিনি বলেছেন, “করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যানচলাচল বন্ধ থাকায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মহাসড়কে গণপরিবহন চলাচল করছেন। পরিবহন খাতে চাঁদবাজি বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয়ে অভিযান অব্যাহত আছে। কোন পরিবহন সংগঠন ,সংস্থা ও পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরোও জানিয়েছেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন সময় টহলের নামে চাঁদাবাজির যে অভিযোগ ছিলো তা এখন অার নেই। সকল পক্ষকে সতর্ক করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *