মোহাম্মদপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, ৫ যাত্রী অগ্নিদগ্ধ

Slider টপ নিউজ

Ogni_dogdho_sm_890876322

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এতে একই পরিবারের তিনজনসহ কমপক্ষে পাঁচযাত্রী দগ্ধ হয়েছেন।

ছুটোছুটি করে নামতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার ভাঙা মসজিদের কাছের সড়কে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ও আহতরা হলেন- নূরজাহান (৩০), বিল্লাল হোসেন (২৬), আরমান (৪৫), আবু তাহের (৮৫), তার ছেলে আবু বকর (৩০) ও মো. সুজন (২২) এবং মনোয়ারা (৬০)। এরমধ্যে সুজন ও মনোয়ারা বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সুজন বাংলানিউজকে জানান, পাবনার গ্রামের বাড়ি থেকে রাত ৯টার দিকে ঢাকায় ফিরেন তারা। গাবতলী থেকে লোকাল বাসে ঢাকার বাসা কামরাঙ্গীচরে যাওয়ার সময় বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা।

তিনি বলেন, এতে বাবা ও ভাইয়ের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আমার হাতও সামান্য পুড়েছে।

এএসআই সেন্টু জানান, পেট্রোল বোমার আগুনে প্রত্যেকেরই শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এরমধ্যে চিকিৎসকরা বলছেন, আবু বকরের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।

আহতদের হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *