পলাশে সোমবার থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

Slider বাংলার মুখোমুখি

বিল্লাল হোসেন , পলাশ নরসিংদী : করোনা ভাইরাসের ঝুঁকি প্রতিরোধে আগামী ১৮-মে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পলাশ উপজেলায় ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদে সকল শপিংমল সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পলাশ উপজেলা প্রশাসন। আজ শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফারহানা আলীর সভাপতিত্বে উপজেলার সকল বাজার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পলাশ উপজেলার করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান করোনা ভাইরাসের ঝুকি বৃদ্ধি পাওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পলাশ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেউ সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন লকডাউনের পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ব্যবসায়ীরা ১০ মে থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছিল।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার মেয়র মোঃ শরীফুল হক, ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো: নাসির উদ্দিন, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবেরুল হাই, গজারিয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *