বিশ্ব ইজতেমায় শীত ও বৃষ্টি: ধ্যান ভঙ্গ করতে পারছে না মুসল্লীদের

Slider জাতীয়

iztema

মীর ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গী থেকে : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের শুরুতে ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। কনকনে শীতে বৃষ্টি হলেও আল্লাহর ধ্যানে মশগুল লাখো মুসল্লীর জিকির থামেনি। প্রকৃতির অভিমান ভঙ্গ করতে পারেনি তাদের ধ্যানযজ্ঞ। তারা আঁচও করতে পারেননি কখন বৃষ্টি হয়েছে।

তবে ইজতেমা ময়দানে স্থানে স্থানে বৃষ্টির পানি জেমেছে। এক পশলা বৃষ্টি ইজতেমা ময়দানের ধূলো বালিকে থামিয়ে দিতে পেরেছে। এই অবস্থায় লাখো মুসল্লী জিকির আসকারের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমায় অবস্থান করছেন। ফজরের নামাজের জামায়াত আদায় করতে কিছুটা সমস্যা হলেও মুসল্লীরা সব কিছু সামলে নিয়ে বয়ান,তসবি-তাহলিলে মশগুল হয়ে আছেন।

মুল আনুষ্ঠানিকতা অনুসারে ফজরের নামাজের পর শুরু হয়েছে বয়ান। ফজরের নামাজের পর হিন্দিতে বয়ান করছেন ভারতের মাওলানা শওকত হোসেন। তরজমা করছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এই বয়ান চলবে যোহরের নামাজের আগ পযন্ত। যোহরের নামাজের পর আবার শুরু হবে বয়ান। বিকালে প্রথা অনুসারে অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন বিয়ে। এরই মধ্যে বয়ানে বয়ানে কেটে যাবে রাত। কাল রোববার সকাল ১১টার পর অনূষ্ঠিত হবে আখেরী মোনাজাত। দ্বিতীয় বা শেষ পবের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তী ঘটবে ৫০তম বিশ্ব ইজতেমার। এবারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পবে শনিবার সকাল ৯টা পযন্ত ৫ জন মুসল্লীর মৃত্যু হয়েছে।

৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় বা শেষ পবের দ্বিতীয় দিনে আরো এক মুসল্লীর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেষ পবে ৫ মুসল্লীর মৃত্যু হল।

শনিবার(১৭ জানুয়ারী) সকাল ৯টায় বিশ্ব ইজতেমার মুরুব্বী প্রকৌশলী গিয়াস
উদ্দিন জানান, গত রাতে ইজতেমা ময়দানে আগত আরো এক মুসল্লীর মারা গেছেন।
তিনি হলেন, বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে আলী আযম
হাওলাদার (৬৪)। মধ্যরাতে প্রচন্ড শীতে ও শাষকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে
টঙ্গী হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে
তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ২০দলীয় জোটের অবরোধের কারণে বিশ্ব ইজতেমার মুসল্লীদের যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতকতা অবলম্বন করছে সরকার। সড়ক মহাসড়কে পুলিশ নিরাপত্তায় আসছে মুসল্লীবাহী যানবাহন। বাংলাদেশ রেলওয়ে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ১৪ টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

সকাল সাড়ে ৯টায় দেখা যায়, সময় যত বাড়ছে ততই মুসল্লীদের ভীড় বাড়ছে। আল্লাহর নৈকট্য ও আনুকূল্য পাওয়ার আশায় দেশ বিদেশ থেকে দলে দলে আসছেন লাখো লাখো মুসল্লী। আল্লাহু আকবার ধ্বনিতে জিকির করতে করতে তারা ইজতেমা ময়দানে আসছেন।

২০১১ সাল থেকে দুই পবে অুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এবার ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পব শুরু হয়েছে ৯ জানুয়ারী। শেষ হয়েছে ১১ জানুয়ারী। দ্বিতীয় পব শুরু হয়েছে ১৬ জানুয়ারী।আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১৮ জানুয়ারী রোববার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *