বিভিন্ন হাসপাতালে ঘুরেও চিকিৎসা মিললো না, কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিবের মৃত্যু

Slider জাতীয়

ঢাকা: কিডনির জটিলতায় অসুস্থ অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারকে বিভিন্ন হাসপাতাল ঘুরেও ভর্তি করানো যায়নি। এই অবস্থায় উপায়ন্তর না পেয়ে অবশেষে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শনিবার বেলা ১২টার দিকে সেখানেই গৌতম আইচের মৃত্যু হয়| তার মেয়ে সুস্মিতা আইচ এ কথা জানিয়েছেন। সুস্মিতা নিজেও একজন চিকিৎসক।

সুস্মিতা বলেন, কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হল না, তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।

যে ৩৩৩ হটলাইন নম্বর থেকে সরকার স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানে দায়িত্ব পালন করছেন ডা. সুম্মিতা।

গৌতম আইচ দীর্ঘ দিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। বাবার অবস্থার অবনতি হওয়ার পর কোন কোন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি সে কথাও জানিয়েছেন সুস্মিতা।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবা কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা জানার চেষ্টাও হাসপাতাল কর্তৃপক্ষ করেনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *