ফসলের মাঠে কৃষকের পাশে উপজেলা ছাত্রলীগ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

রাতুল মন্ডল শ্রীপুর: শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সভাপতি মো. জাকিরুল হাসান জিকো ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কাটায় অংশ নিয়েছেন।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাঠে এখন ধানের বাম্পার ফলন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষগুলো কর্মহীন হয়ে ঘরে। কৃষকদের ধান মাঠে পাঁকছে। কৃষিজীবী শ্রমিক সংকটের চিন্তা কৃষকের মাথা বারবার ঘুরছে। কৃষকের দুশ্চিন্তা দূর করতে তাদের মাঠের ধান কেটে ঘরে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন উপজেলা ছাত্রলীগ।

(২২ই এপ্রিল বুধবার) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে ধান কাটার কার্যক্রম শুরু করেন। ধান কাটায় অংশ গ্রহণ করেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকিরুল হাসান জিকো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবসহ উপজেলার ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।

এসময় কৃষকের ধান কাটায় অংশ গ্রহণ করেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর আলম রবিন।

কৃষক আব্দুল হামিদ বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় পাকা ধান নিয়ে খুবই চিন্তিত ছিলাম, সময় মত উপজেলা ছাত্রলীগ আমার পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগের এমন ভালো কাজকে দেশের কৃষক সমাজ সারাজীবন মনে রাখবে।

শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকো বলেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সবাইকে ঘরমুখী থাকতে হবে। উপজেলা ঘুরে ঘুরে যে সমস্ত কৃষক তাদের ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না। সে সমস্ত কৃষকের জমির ধান ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের ধান কেটে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *