করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৪৮২

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৭৪ হাজার ৪৮২ জন। ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ওয়ার্ল্ডোমিটার এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ২৮ হাজার ২৪৭ জন। এরমধ্যে এক লাখ ৭৪ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৩৬৭ জন।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ২ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৫২২ জনের। মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ৬৪৮। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৮৩ হাজার ৯৫৭ জন। মৃতের হিসাবে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ২১ হাজার ২৮২। মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪ হাজার ১৭৮ জন।

উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা চার হাজার ৬৩২। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে ২০ হাজার ২৬৫, যুক্তরাজ্যে ১৭ হাজার ৩৩৭, বেলজিয়ামে ৫ হাজার ৯৯৮, ইরানে ৫ হাজার ২৯৭, জার্মানিতে ৪ হাজার ৯৩৪, চীনে ৪ হাজার ৬৩২, নেদারল্যান্ডসে ৩ হাজার ৯১৬, ব্রাজিলে ২ হাজার ৫৮৮, ইন্দোনেশিয়ায় ৬১৬, ভারতে ৬০৩, পাকিস্তানে ২০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *