কালীগঞ্জে ছাত্রলীগকে সাথে নিয়ে কৃষকের পাশে মেহের আফরোজ চুমকি এমপি

Slider গ্রাম বাংলা


মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাঠে এখন ধানের বাম্পার ফলন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মশীল মানুষগুলো কর্মহীন হয়ে ঘরে। কৃষকদের ধান মাঠে পাঁকছে। কৃষিজীবী শ্রমিক সংকটের চিন্তা কৃষকের মাথা বারবার ঘুরছে। কৃষকের দুশ্চিন্তা দূর করতে তাদের মাঠের ধান কেটে ঘরে তুলে দেয়ার জন্য ছাত্রলীগকে সাথে নিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের আফরোজ চুমকি এমপি।

২১ই এপ্রিল রোজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২০১৯-২০২০) অর্থ বছরে বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রম জাঙ্গালিয়া ইউনিয়ন থেকে শুরু করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এরপর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে কৃষকের মাঠের পাকা ধান কাটার কার্যক্রম শুরু করেন।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কৃষকের কোনো জমি পতিত পরে থাকবে না, সেই লক্ষ্যে খালি জমিতে সবজি রোপন করতে মঙ্গলবার সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করেন মেহের আফরোজ চুমকি এমপি।

এছাড়াও (২০১৯-২০২০) অর্থ বছরে পরিচালন বাজেটের আওতায় নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে অনুমোদিত রিপার (ধান কাটার মেশিন) মঙ্গলবার দুপুরে মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার কৃষক ফজলুল হকের মাঝে বিতরণ করেছেন চুমকি এমপি। এই ধান কাটার মেশিনের দাম ১ লাখ ৮০ হাজার টাকা। সরকার ৫০% ভুর্তকি দিয়ে ওই কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ করেছেন বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী।

এ ব্যাপারে মেহের আফরোজ চুমকি এমপি বলেন, মহামারী করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সবাইকে ঘরমুখী থাকতে হবে। আমার নির্বাচনী এলাকায় কেউ না খেয়ে থাকবে না। সবার বাড়িতে খাদ্যসামগ্রী পাঠিয়ে দেয়া হবে। কালীগঞ্জে ধানের বাম্পার ফলন হয়েছে। সেই ফলন যেন অসহায় কৃষকরা ঘরে তুলতে পারে, সেজন্য তাদের সাথে ধান কেটে দিবেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *