রিয়াদে এমআরপি কার্যক্রম বন্ধ ঘোষণা

Slider সারাবিশ্ব

10167950_1477126812428187_4242576705385030915_n

আমীন মোহাম্মদ

কান্ট্রি করেসপন্ডেন্ট

সৌদআরব

রিয়াদঃ সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তথা ডিজিটাল পাসপোর্টের যাবতীয় কার্যক্রম অনির্দ্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষোনা করা হয়েছে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আইয়ুব গ্রামবাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরপি এনরোলমেন্টের কাজে ব্যবহৃত যন্ত্রপাতিতে গোলযোগ দেখা দেয়ার কারনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

রিয়াদ দূতাবাসের অপর একটি সুত্র গ্রামবাংলানিউজকে জানান, অতি পুরাতন যন্ত্রপাতি নতুন জায়গায় স্থানন্তরের পর নতুন ভবনে ঠিকমতো কাজ করতে ছিলোনা তাই এনরোলমেন্ট কার্যক্রক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামি ১০/১২দিনের মধ্যে পুনরায় কাজ শুরু করতে পারবেন বলেও জানায় সুত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *