সৌদি ফেরত বাংলাদেশিরা ১৪ দিনের কোয়ারেন্টিনে

Slider জাতীয় সারাদেশ

সৌদি আরব থেকে ফেরা ৩১২ বাংলাদেশিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন তারা। বুধবার রাতে তারা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়। বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।ফ্লাইটটিতে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।

এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *