চিরনিদ্রায় শায়িত শায়খে ইমামবাড়ী, বিভিন্ন মহলের শোক

Slider সিলেট

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: দেশের প্রতিযশা আলেমেদ্বীন, খলিফায়ে মাদানী, বাংলাদেশের প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদীস আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী (রহ.) নামাজে জানাজা আজ বুধবার (৮ মার্চ) দুপুর ১.৪৫ মিনিটে সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন শায়খের ছেলে মাওলানা এমদাদুল্লাহ। জানাজার নামাজ শেষে হযরতকে তাহার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত ১২-৪১ মিনিটে শায়খুল হাদীস আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী নবীগঞ্জ থানার ইমামবাড়ীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তিনি আনুমানিক ১৯২০ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ইমামবাড়ীতে জন্মগ্রহন করেন।

আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তিন মেয়ে ও ছয় পুত্র সন্তানের জনক। তাহার জীবদ্দর্শায় ৬ ছেলের ২ জন ইন্তেকাল করেছেন। এরমধ্যে একজন পাকিস্তানে শীয়াদের হামলায় শহীদ হন।

মধ্যরাতে শায়খে ইমামবাড়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজে শোকের ছায়া নেমে আসে। বর্ষিয়ান আলেমেদ্বীন, সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর বিশিষ্ট খলিফা আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন – জামেয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল আব্দুল মালিক চৌধুরী, শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ চোধুরী, মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব মাওলানা মাশহুদ আহমদ, সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক তরুন আলেমেদ্বীন হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর, মারকাযুল ক্বোরআন সিলেটের শিক্ষা সচিব আব্দুল হাই আল হাদী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক রুবেল আহমদ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের কর্নাধার সাংবাদিক আরাফাত হোসেন, মাওলানা ছদরুল আমীন চৌধুরী প্রমুখ।

শোকবার্তায় তাহারা ব‌লেন, শায়খে ইমামবাড়ী রহ. দে‌শের একজন শীর্ষ অ‌া‌লেম ও প্র‌খ্যাত হাদিছ বিশারদ ছিলেন। তাঁর যোগ্যতা ও দক্ষতা তাঁ‌কে সম্মান ও মর্যাদার স‌র্বোচ্চ আস‌নে সমাসীন ক‌রে‌ছিল। তাঁর ইন্তেকালে দেশ একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন কুরআন ও হাদীসের জ্ঞান বিতরণকারীকে হারালো। একজন দায়ী ইলাল্লাহকে হারিয়ে আমরা শোকাহত। আমরা এ মহান আলে‌মের মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ কর‌ছি এবং শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জানা‌চ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্না‌তের স‌র্বোচ্চ স্থান দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *