ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন প্রস্তুত হচ্ছে চিলি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বাংলার সুখবর সারাদেশ সারাবিশ্ব

48896_Neymar

গ্রাম বাংলা ডেস্ক:ক্যামেরুনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠেছে স্বাগতিক ব্রাজিল। আর সেখানে তারা মোকাবিলা করবে চিলির।

সোমবারের ম্যাচে নেইমারের দুই গোলে সহজ জয় পায় ব্রাজিল। গ্রুপের অপর ম্যাচে মেক্সিকো ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। ফলে তারাও ওঠে গেছে দ্বিতীয় রাউন্ডে।

মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর এদিন ক্যামেরুনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। অনেকেই হয়তো ম্যাচটা দেখা শুরু করেছিলেন দুরু দুরু বুকে। একটু এদিক-ওদিক হলে গ্রুপ পর্ব থেকে বিদায়ের আশঙ্কাও ছিল ব্রাজিলের। কিন্তু সেলেসাওদের জয় নিয়ে আজ খুব বেশি চিন্তিত হতে হয়নি সমর্থকদের। প্রথমার্ধেই জয়ের কাজটা এগিয়ে রেখেছিলেন নেইমার। অস্কার-ফ্রেডরা খুব বেশি জ্বলে উঠতে না পারলেও ব্রাজিলিয়ানদের উল্লাসে মাতিয়েছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার জোড়া গোলের সুবাদেই প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।
ক্যামেরুনের বিপক্ষে শুরু থেকেই বিধ্বংসী হয়ে উঠেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। প্রথম ১০ মিনিটেই বেশ কয়েকবার আতঙ্ক ছড়িয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগে। গোলের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। ১৭ মিনিটের মাথায় লুইস গুস্তাভোর দারুণ এক পাস থেকে বল পেয়ে গোল করেছেন নেইমার।
কিছুক্ষণ পর ক্যামেরুনও পাল্টা আঘাত হেনেছিল ব্রাজিলিয়ান শিবিরে। ২৫ মিনিটে জোয়েল মাতিপের হেড ফিরে এসেছিল ব্রাজিলের গোলপোস্টে লেগে। গোল না পাওয়ার আক্ষেপ অবশ্য বেশিক্ষণ করতে হয়নি মাতিপকে। পরের মিনিটেই ব্রাজিলের জালে বল জড়িয়েছিলেন এই ক্যামেরুন স্ট্রাইকার। দানি আলভেজকে দারুণভাবে কাটিয়ে তার দিকে বল বাড়িয়েছিলেন অ্যালান নিয়ম।
নেইমারও খুব বেশি সময় নেননি ব্রাজিলকে আবারও খেলায় ফেরাতে। ৩৫ মিনিটের মাথায় মার্সেলোর পাস থেকে বল পেয়ে জোরালো এক শটেক্যামেরুনের জালে বল জড়িয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়িয়ে দেন ফ্রেড। ৪৯ মিনিটে ডেভিড লুইজের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ৮৪ মিনিটে আরেকটি গোল করে ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত করে ফেলেছেন ফার্নান্দিনহো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *