গাইবান্ধায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

Slider জাতীয় রংপুর


উত্তরাঞ্চল প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি (৭০) মারা গেছেন। রোববার দুপুরে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামে তার মৃত্যু হয়।

সূত্র জানায়, কিছু দিন আগে গলাব্যথা নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান ওই বৃদ্ধ। তার দেওয়া ঔষধ খেয়ে সুস্থ না হয়ায়, গত বৃহস্পতিবার পরিবারের লোকজন জ্বর, সর্দি-কাশির ওষুধ নিতে আবারো ওই পল্লী চিকিৎসকের বাড়িতে যায়। চিকিৎসক তখন তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন। এরপরও পরিবারের সদস্যরা বাড়িতে রেখেই ওই ব্যক্তিকে চিকিৎসা করতে থাকে। এর দু’দিনের মাথায় রোববার দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে ।

এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। তার শরীরে করোনার লক্ষণ ছিল না। তারপরও আমরা খোঁজখবর নেব।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বলেন, অন্য কোনো রোগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *