টাঙ্গাইল মির্জাপুরের কুমুদিনী কর্মহীন- অসহায় ৭০০ পরিবারকে ত্রাণ দিলো

Slider গ্রাম বাংলা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের পক্ষ থেকে কর্মহীন অসহায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকে

বৃহস্পতিবার (০২রা এপ্রিল) সকালে মির্জাপুর পৌর এলাকার সাহাপাড়া দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির আশানন্দ হলে পৌরসভার ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের কর্মহীনদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কুমুদিনী কর্তৃপক্ষ জানিয়েছে যে, “আমরা সর্বদাই অসহায় মানুষের পাশে থেকে কাজ করি। আর এমন দুর্যোগের সময় তাদের আরো সাপোর্ট দেয়ার চেষ্টা করছি। এরপূর্বেও মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ইত্যাদি বিতরণ করা হয়েছে।”

কুমুদিনী কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, “পর্যায়ক্রমে এ ত্রাণ সামগ্রী অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হবে।”

উল্লেখ্য যে, এদিকে পৌরসভার কুমারজানি এলাকায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।

আর এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক মহাবীর প্রতীক, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, কুমুদিনী হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার অনিমেষ কুমার ভৌমিক, বিভিন্ন পৌর কাউন্সিলর সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *