কলকাতায় তিন দিনের সফরে ম্যারাডোনা

Slider খেলা

131141maradona

 

 

 

 

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। তিন দিনের সফরে রবিবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

ম্যারাডোনা আগমনে রবিবার বিকাল থেকে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ম্যারাডোনার আগমন উপলক্ষে এর পরেও বিমানবন্দরে ভিড় করেন কলকাতাবাসী। রাতে বিমান থেকে নেমে তার গাড়ি বহরে চড়ার আগে হাত নেড়ে হেসে ভক্তদের অভিবাদন গ্রহণ করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার।

আজ সোমবার কলকাতায় বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে ম্যারাডোনার। সল্টলেকের শ্রীভূম ক্লাবের আয়োজনে সেখানে ক্যান্সার আক্রান্তদের সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকার আছে তার। এদিন বিকালে বোরিয়া মজুমদার স্পোটিং মিউজিয়ামে ২৫ ফুটের ম্যারাডোনার মূর্তি বসছে। ঐতিহাসিক সেই সময়ের সশরীরে সাক্ষী থাকবেন ম্যারাডোনা।

আগামীকাল মঙ্গলবার কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসতের আদিত্য একাডেমির একটি বেসরকারি স্টেডিয়ামে ম্যারাডোনাকে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। ৪০ মিনিটের ওই ম্যাচে সৌরভ গাঙ্গুলি ছাড়াও কলকাতার বিভিন্ন জগতের সেরা মুখগুলো দেখা যাবে বলে জানা গেছে।

এরপর বুধবার কলকাতা ত্যাগের আগে কলকাতার চেতলা আগ্রগামী ক্লাবের আয়োজনে সাড়ম্বর অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন ম্যারাডোনা।

সফরকালে কলকাতায় রাজারহাটের নিউ টাউনে একটি হোটেলে অবস্থান করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *