গাজীপুরে লাইটার ইয়ুথ ফাউন্ডেশনের ত্রান বিতরণ, যাবে দেশের আরো কয়েক জেলায়

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে উত্তরা, মিরপুর, ফার্মগেট, খিলগাঁও, রামপুরা, কমলাপুর, গেন্ডারিয়া, জুরাইন, কেরানীগঞ্জ হয়ে বুড়িগঙ্গার মাঝিদের পর্যন্ত, সম্পূর্ণ ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে আজকে লাইটার ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা ত্রাণ বিতরন করেছেন। সবচেয়ে অসহায়, বৃদ্ধ এবং অসুস্থদের প্রাধান্য দিয়ে ত্রান বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রতি প্যাকেটে – ৪ কেজি চাল, হাফ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, হাফ কেজি মুড়ি, ১ টি ডেটল সাবান, ২০০ গ্রাম হুইল পাওডার এই নয়টি করে আইটেম দেয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আমরা আশা করি এই রসদগুলো দিয়ে অসহায় মানুষগুলো সামনের কয়েকটি দিন ভালভাবে বেঁচে থাকতে পারবেন। তারা বলেন যাহারা অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে যেসকল শুভানুধ্যায়ীরা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আছেন, আপনাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা, ভালবাসা ♥

তারা বলেন খুব শীঘ্রই বরিশাল, রাজশাহীসহ দেশের অন্য কয়েকটি জেলাগুলোতে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি আমরা। বরাবরের মত আপনাদের সাহায্য, সহযোগিতার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *