জিসিসির মেয়র করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রীর ৪র্থ চালান আনলেন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

ঢাকা: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. জাহাঙ্গীর আলম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টম হাউজ থেকে চতুর্থ চালানে করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী গ্রহন করছেন।

আজ তিনি বিমান বন্দরে উপস্থিত হয়ে এসব জিনিসপত্র গ্রহন করেন। এর আগে তিনি তিনটি চালান আনেন।

মেয়র জাহাঙ্গীর আলম মরণঘাতি করোনা ভাইরাসের আক্রমনে সৃষ্ট মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে জনগনের পাশে দাঁড়াতে বিদেশ থেকে এসব জিনিসপত্র আনেন। ইতোমধ্যে তিনি গাজীপুর, নাটোর, রাজধানীর কয়েকটি হাসপাতাল ও বেশ কয়েকটি মিডিয়া হাউজে এসব বিতরণ করেন।

একই সঙ্গে তিনি গাজীপুর মহনগরের ছিন্নমূল মানুষের মধ্যে ৫০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে মহানগরের বিভিন্ন স্থানে তিনি ৫ হাজার পানির ট্যাংকও স্থাপন করেন। পাশাপাশি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুরোধে নাটোরেও সুরক্ষা সামগ্রী প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *