বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি দেয়া হয়েছে। গত ২৫শে মার্চ পুলিশের আইজিপি বরাবর চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি দেয়া হয়েছে ঢাকা পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এসবি বরাবর। বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।