রাজশাহীর এডিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদান

Slider জাতীয় রাজশাহী


রাজশাহী: পুলিশের প্রতিবেদন গোপন ও জালিয়াতি করে পাসপোর্ট প্রদানের অভিযোগে রাজশাহী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে এই মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

মামলাটি দায়েরের বিষয়টি দুদকের রাজশাহী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম স্থানীয় গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন-ভারতীয় নাগরিক হাফেজ আহমেদ, পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ুন কবির, উচ্চমান সহকারীর দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন, ফুটকিবাড়ী ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আব্দুল ওয়াদুদ।

এরআগে ২০১৭ ভারতের নাগরিক হাফেজ আহমেদকে ভারতে থাকা অবস্থায় একটি পাসপোর্ট প্রদান করেন রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। হাফেজ আহমেদ ওই পাসপোর্ট ব্যবহার করে ভারত থেকে সৌদি আরবে চলে যান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তদন্ত শেষে আবজউল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। মামলার পরে বিস্তারিত জানানো হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *