ভারতে আরও ২ ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি

Slider ফুলজান বিবির বাংলা

ঢাকা: ভারতে আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বাড়ি দিল্লিতে। অন্যজনের তেলেঙ্গানা রাজ্যে।

সোমবার ভারত সরকারের তরফে একথা জানানো হয়েছে। খবর এনডিটিভির

জানা গেছে, ভারতে নতুন করে করোনায় আক্রান্ত দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। দিল্লির আক্রান্ত ব্যক্তি এর আগে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন এবং তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তি যান দুবাইয়ে। এছাড়াও রাজস্থানে একজনের শরীরেও করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

এমন পরিস্থিতিতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সবাইকে হাত পরিষ্কার করে ধুতে ও ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শ দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে জানান, এই অসুখের সঙ্গে লড়তে দেশের ১৫টি ল্যাবরেটরিতে কাজ চলছে। আরও ১৯টি ল্যাবরেটরিও তৈরি করা হবে।

এর আগে দেশটির কেরলে তিন শিক্ষার্থীর শরীরে মিলেছিল করোনা ভাইরাস। তবে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *