বাঙালির অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ঢাকা: বাঙালিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সম্মানিত জাতি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে বাঙালি জাতিকে আমরা গড়ে তুলতে চাই। অর্থনৈতিক স্বাবলম্বিতার সাথে সাথে সারা বিশ্বে সম্মানিত জাতি হিসেবে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।’

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, তার সরকার শুধুমাত্র দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছে না, সেই সাথে তারা প্রযুক্তি নির্ভর শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট সেবা ও মোবাইল ফোন ব্যবহার নিশ্চিত করেছে।

তিনি বলেন, বাংলাদেশ এ উপমহাদেশের একমাত্র দেশ যার সৃষ্টি হয়েছে ভাষার ভিত্তিতে। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ প্রতিষ্ঠা করেন।’

তিনি উল্লেখ করেন যে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ১৯৪৮ সাল থেকে আন্দোলন শুরু করেন। এ আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য ছিল দেশকে পাকিস্তানিদের কাছ থেকে আলাদা করা। সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *