সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশীর অবস্থা আশঙ্কাজনক

Slider জাতীয় সারাদেশ সারাবিশ্ব


সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশীর অবস্থা আশঙ্কাজনক এবং তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার সকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর ড. মোমেন সাংবাদিকের বলেন, ‘তারা (সিঙ্গাপুর সরকার) তার চিকিৎসায় (বাংলাদেশী) সর্বোচ্চ চেষ্টা করছেন।’

করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশী শ্বাসকষ্ট ও কিডনির সমস্যাসহ আরো কিছু সমস্যায় ভুগছিলেন। গত ১৩ দিন ধরে সিঙ্গাপুরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন তিনি।

ড. মোমেন বলেন, ‘তিনি (সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন যে ওই বাংলাদেশীর শরীরে কোনো ওষুধ কাজ করছে না।’

প্রসঙ্গত, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সেখানে থাকা বাংলাদেশীদের মধ্যে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *