গাজীপুরে আগুনে পুড়েছে দোকান-বসত ঘর

Slider জাতীয়

 

Gazipur_map_200699757

 

 

 

 

গাজীপুর: গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে বসত ঘর ও মুদি দোকান ঘর আগুনে পুড়ে গেছে। এতে দোকানের মাল‍ামাল ছাড়াও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৩ জানুয়ারি) ভোর রাতে পৃথক এ দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনা কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের হারিনাল বাজার এলাকায় রাত সাড়ে ৩টার দিকে মকবুল হোসেনের মুদি দোকানে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে বলে জানান হাসিবুর রহমান।

এতে ওই দোকানের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানি দাবি করেছেন।

এদিকে জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় ভোরে মো. শফিকুল ইসলাম ও তার ভাইয়ের টিনশেডের দু’টি বাড়িতে অ‍াগুন লাগে।

এতে ওই বাড়ি দু’টির ১০টি কক্ষ ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মফিকুল ও তার ভাই।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. জিহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাখানেক  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *