করোনায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

ডেস্ক: করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। তবে দ্বিতীয় দিনের মতো চীনে নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। এরই মধ্যে আজ বুধবার জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙর করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজ থেকে প্রায় ৫০০ যাত্রীকে নামিয়ে আনা হচ্ছে। ওই জাহাজের একজন যাত্রীকে হংকংয়ে পরীক্ষা করার পর তার দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। এরপর ৩রা ফেব্রুয়ারি থেকে জাহাজটিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। চীনের ন্যাশনাল হেলথ কমিশন বলেছে ২৯ জানুয়ারি পর নতুন করে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ছিল সবচেয়ে কম। এ সংখ্যা ১৭৪৯। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৭৪০০০।

মোট মারা গেছেন ২০০৪ জন। এর মধ্যে চীনের বাইরে মারা গেছেন ৬ জন। আজ বুধবার হংকংয়ে মারা গেছেন একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *