আনুষ্ঠানিক গণনায় হ্যাটট্রিক জয়ের পথে কেজরিওয়াল

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ডেস্ক: সবাইকে চমকে দিয়ে দিল্লিতে হ্যাটট্রিক বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। আজ মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু থেকেই বিজেপিকে ছাড়িয়ে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপ। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে তারা পেয়েছিল ৬৭ আসন। কিন্তু এবার তারা এগিয়ে থাকলেও আসন কমতে পারে। ৫টি বুথফেরত জরিপ বলেছে, আপ এই নির্বাচনে ৫৬টি আসন পেতে পারে। অন্যদিকে ২০১৫ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। এবার তারা কমপক্ষে ১০টি আসনে এগিয়ে রয়েছে। ধীরে শুরু হলেও তারা এসব আসনে এগিয়ে যাচ্ছিল।

তবে বুথফেরত জরিপ বলেছে, তারা ১৪টি আসন পেতে পারে। এই যখন অবস্থা তখন বিজয়ী বক্তব্য রাখার জন্য আপ মঞ্চ নির্মাণ শুরু করেছে। অন্যদিকে বিজেপির রাজ্য প্রধান মনোজ তিওয়ারি বলেছিলেন, তারা ৫৫টি আসন পেতে পারেন। তিনি অবশ্য সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন, এখনও অনেক গণনা বাকি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *