করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯০৮, সিঙ্গাপুরে আশঙ্কাজনক ৬, আক্রান্ত এক বাংলাদেশি

Slider জাতীয় সারাবিশ্ব

ডেস্ক: করোনা ভাইরাস মহামারিতে মৃত্যুর মিছিল থামছেই না। এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দিন গেছে রোববার। শুধু এদিনই মারা গেছেন ৯৭ জন। এ নিয়ে চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯০৮। একই সঙ্গে প্রথমবারের মতো সিঙ্গাপুরে একজন বাংলাদেশি শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে। এ বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস সেখানকার স্বাস্থ্য বিভাগকে উদ্ধৃত করে জানিয়েছে, সেখানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৬ জন।

সারা চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১। চিকিৎসা বিষয়ক পর্যবেক্ষণের অধীনে রাখা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৫১৮ জনকে। নতুন করোনা ভাইরাস অনুসন্ধানের জন্য বেইজিংয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনা তথ্যমতে, এ পর্যন্ত চিকিৎসা নিয়ে ভাল হয়েছেন ৩ হাজার ২৮১ জন। তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। ওদিকে নতুন চন্দ্রবর্ষের ছুটি শেষে আজ সোমবার লাখ লাখ চীনা নাগরিক কাজে ফিরছেন। ৩১ শে জানুয়ারি পর্যন্ত এই ছুটি ছিল। কিন্তু ভাইরাস সংক্রমণের কারণে এই ছুটি বর্ধিত করা হয়েছিল। আজই তারপর নতুন করে সেখানে স্বাভাবিক কর্মকা- শুরু হওয়ার কথা। তবে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *