ইজতেমা ময়দানে তীব্র পানি সঙ্কট

Slider জাতীয়

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। সৌদি আরবের মাওলানা আবদুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শনিবার ফজরের নামাজের পর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ১১ জানুয়ারি, শনিবার ভোর থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে নানা বয়স ও শ্রেণি-পেশার লাখো মুসল্লি হাজির হয়েছেন ইজতেমা মাঠে।

এদিকে বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতির কারণে ইজতেমা ময়দানে দেখা দিয়েছে তীব্র পানি সঙ্কট। স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি শিগগিরই এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ইজতেমাকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *