মুজিববর্ষে প্রথমেই আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Slider জাতীয় বাংলার সুখবর

সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড এবং আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০ অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে তার। সব কিছু ঠিক থাকলে নতুন বছরে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের প্রথম বিদেশ সফর। সফর প্রস্তুতি নিয়ে এরইমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে বেশ ক’টি বৈঠক হয়েছে। এসব বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা জানিয়েছেন- আগামী ১৩-১৪ই জানুয়ারি প্রধানমন্ত্রীর আমিরাত সফর হওয়ার সময়ক্ষণ নির্ধারিত হয়েছে। তবে তার যাত্রার শুরু এবং ফেরার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, দুবাই এয়ারশো-২০১৯-এ যোগ দিতে গত নভেম্বরে প্রধানমন্ত্রী সর্বশেষ আমিরাত সফর করেন। আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাই’র শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় দেশটি সফরকালে বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম ওই এয়ারোস্পেস ইভেন্টের উদ্বোধনীতে অংশ নেন প্রধানমন্ত্রী।

দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারের ওই আয়োজনে বিশ্বের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও ১ হাজার ৩শ’ এক্সিবিটর সমবেত হয়েছিলেন। সরকার প্রধানের ওই সফরে আমিরাতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক, আলোচনা ছাড়াও দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছিল। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্রবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারওমেন শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে সে সময় প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *