সিসিক নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবির কারন অর্থমন্ত্রী!

Slider সিলেট

সিলেট প্রতিনিধি :: সিলেটে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিতে আসা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন সিলেটের নেতারা।

বৈঠকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সভায় বিগত সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পরাজয়ের পেছনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু বলেন- নির্বাচনের দিন ভোট দিতে এসে মন্ত্রী ‘কামরান ভালো, আরিফও ভালো’ এমন বক্তব্য দেওয়ায় দলের প্রার্থীর ক্ষতি হয়েছে। এছাড়া ঐসময় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী কাউন্সিলর প্রার্থীকে ‘গুন্ডি’ বলে সম্বোধন করেন তিনি। এরফলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুপ প্রভাব পড়ে, যা আমাদের দলের প্রার্থীর জন্য ক্ষতিকারক হয়ে দাড়ায়।

বৈঠকে আরেক আওয়ামী লীগ নেতা বলেন- সিলেটে আমাদের দলীয় কোন কার্যালয় নেই। কার্যালয়ের জন্য আমাদের কোন যায়গা বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু, মন্ত্রীর এক ঘনিষ্ট আত্মীয় নগরীর প্রাণকেন্দ্রে বিশাল যায়গা নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ক্ষুব্ধ আরেক নেতা বলেন- অর্থমন্ত্রী সিলেট-১ আসনের সংসদ সদস্য। কিন্তু আমরা তাঁর কাছে যেতে পারি না। তাঁর কাছ থেকে কোন সহযোগীতাও পাইনা। নিজ বলয়ের নেতাদের নিয়েই তিনি ব্যস্ত থাকেন।

সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

এর আগে বিকেলে নগরীর রেজিস্টারী মাঠে মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাদের। ওই সভা শেষেই দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *