‘আমাকে ঘৃণা করুন, ভারতকে নয়’

Slider জাতীয় সারাদেশ


নাগরিকত্ব সংশোধন আইনকে (সিএএ) কেন্দ্র করে সৃষ্ট সহিংস বিক্ষোভকে আক্রমণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাকে ঘৃণা করুন। কিন্তু ভারতকে ঘৃণা করবেন না। আমার কুশপুত্তলিকা দাহ করুন। কিন্তু একজন গরিব মানুষের অটোরিক্সা পোড়াবেন না। তিনি বিধানসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিল্লির রামলীলা ময়দানে বক্তব্যে এ কথা বলেছেন আজ রোববার। তিনি উপস্থিত হওয়ার আগে সেখানে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেখানে কয়েক লাখ মানুষ সমবেত হয়ে চলমান সিএএ ভিত্তিক আন্দোলনের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করেছেন বিজেপি নেতাকর্মীরা। উল্লসিত নেতাকর্মীদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, আতঙ্ক সৃষ্টিকারীদের কারণে অনেক সরকারি সম্পত্তিতে আগুন দেয়া হয়েছে।
দরিদ্রদের জন্য যখন কোনো কল্যাণকর স্কিম হাতে নিয়েছে বিজেপি সরকার তখন, কখনোই কাগজপত্রে কোনো বিধিনিষেধ দেয়া হয় নি।

সিএএ নিয়ে তীব্র আন্দোলন সত্ত্বেও মোদি বলেন, বিজেপি নিজেদের উৎসর্গ করেছে ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর সঙ্গে। এ সময় মোদি গুজব ছড়ানোর জন্য, মানুষজনকে ভুলপথে পরিচালিত করার জন্য, তাদেরকে উস্কানি দেয়ার জন্য কিছু রাজনৈতিক দলকে দায়ি করেন। তিনি বলেন, মিথ্যা খবর এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে সিএএ’র বিষয়ে। এ থেকে জনগণের মধ্যে উস্কানি বৃদ্ধি পাচ্ছে। মোদি বলেন, পার্লামেন্টের গত অধিবেশনে আমরা পাস করেছি নাগরিকত্ব সংশোধন বিল। এ বিলটি পাস করেছে লোকসভা ও রাজ্যসভা। জনগণের উচিত পার্লামেন্টকে শ্রদ্ধা জানানো। জনগণের ম্যান্ডেটের প্রতি তাদের সম্মান দেখানো উচিত। মোদি প্রশ্ন রাখেন দিল্লি মেট্রোর ৪ নম্বর ফেজের প্রজেক্ট কি দিল্লি সরকার রাজনীতিকরণ করে নি, এর কাজ তো আরো আগে শুরু হওয়ার কথা ছিল। তাই আমি বলি, যারা আপনাদের নাম ব্যবহার করে রাজনীতি করেন, তারা কখনোই আপনাদের বেদনা বুঝতে পারেন না। তারা তা কখনো বুঝার চেষ্টা করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *